আজকাল ওয়েবডেস্ক: রয়েছে চারতলা বাড়ি। কিন্তু তাতে মন বসে না। যুবক বিরাট ঘরবাড়ি ছেড়ে বছরের পর বছর থাকছেন গাড়িতেই। চীনা প্রযুক্তিবিদের কাণ্ড কারখানায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের।
স্থানীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন এই ঘটনাকে সামনে এনেছে। কী বলা হয়েছে তাতে? বলা হয়েছে, গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াংয়ের এক যুবক ইউনলাই, বয়স প্রায় ৪১। দিন গুজরান করেন গাড়িতে, তাও আবার কোনও আর্থিক কারণে নয়। শহরে নিজের বিশাল বাসভবন থাকার পরেও, বেছে নিয়েছে এক অদ্ভুত জীবনযাত্রা।
কিন্তু কারণ কী? ওই প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ইউনলাই প্রায় ছ’ বছর আগে শেনজেনে কর্মসূত্রে যান। প্রথমে তিনি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। ভাড়া লাগত প্রতিমাসে প্রায় ৩৪০ মার্কিন ডলার। তবে আচমকা এক ঘটনার পর বদলে যায় তাঁর দৃষ্টিভঙ্গী। বছর চার আগে, তিনি গাড়ি কিনেছিলেন। একদিন গাড়িতে এসি চালিয়ে ঘুমনোর অভিজ্ঞতা পরীক্ষা করে দেখতে গিয়ে বেশ অবাক হন।
যুবকের প্রতিদিন অফিসের ক্যাফেটেরিয়ায় খাওয়া দাওয়া করেন, জিমে গিয়ে স্নান করেন। কাজ শেষে, সে তার গাড়ির চার্জিং স্টেশনে যান এবং গাড়িতে ঘুমিয়ে পড়েন। পার্কিং ফি নাকি বেশ কম, গোটা দিনে খাওয়া দাওয়া মিলিয়ে খরচ হয় মাত্র ১৪ মার্কিন ডলার বা কিছু কম বেশি। কয়েকবছরেই তিনি বিপুল সঞ্চয় করেছেন। সপ্তাহান্তে বাড়ি যান, জামাকাপড় পরিষ্কার করতে, এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য। স্বাধীন জীবন যাপন, আর সঞ্চয়ের পরিমাণ দেখে তিনি মনে করেন, ফ্ল্যাটের মধ্যে থাকার চেয়ে, পার্কে, রাস্তায় গাড়িতেথাকা অনেক বেশি ভাল।
